রাজ্যে করোনায় আক্রান্ত আরও ৩৮
রাজ্যে করোনায় মৃত্যু না বাড়লেও একদিনে আক্রান্ত বাড়ল। এদিন নতুন করে ৩৮ জন সংক্রমিতের খোঁজ মিলেছে।
রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। শনিবার সংখ্যাটা বেড়ে হয়েছে মোট ৪২৩ জন। এদিন আরও ৩৮ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। বর্তমানে তাই রাজ্যে করোনা নিয়ে চিকিৎসাধীন ৪২৩ জন। তবে শনিবার কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে করোনায় এখনও রাজ্যে মৃতের সংখ্যা ১৮। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৫ জন। রাজ্যে সরকারের তরফে একথা জানানো হয়েছে।
রাজ্যের পাশাপাশি দেশেও করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ২৪ হাজার পার করেছে। শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ৭৭৯ জন। অন্যদিকে সুস্থ উঠেছেন ৫ হাজার ২০৯ জন। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, সুস্থ হয়ে ওঠার হার ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত করোনায় কাবু হওয়ার পর ২০.৫ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। ক্রমশ বাড়ছে এই সুস্থ হয়ে ওঠার হার।
এদিকে দেশে শর্তসাপেক্ষে কিছু দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র। তালিকায় নেই সেলুন, মদের দোকান, শপিং মলের মত দোকানপাট। তবে কোনও পাড়া বা আবাসনের দোকান খোলা যাবে। চারপাশে পরপর দোকান নেই এমন দোকানও খোলা যাবে। যদিও হটস্পট, রেডজোন বা কনটেনমেন্ট জোনে এই নিয়ম প্রযোজ্য নয়।
বিশ্বজুড়েও ক্রমশ বেড়ে চলেছে করোনায় মৃত্যু। প্রায় ২ লক্ষের দোরগোড়ায় পৌঁছে গেছে মৃতের সংখ্যা। বিশেষজ্ঞরা মনে করছেন রবিবারের মধ্যেই বিশ্বে করোনায় মৃত্যু ২ লক্ষ পার করে যাবে। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষ ৫৫ হাজারের কিছু বেশি মানুষ। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ লক্ষ ১৫ হাজারের ওপর মানুষ। তবে বিশ্বে করোনায় মৃত্যুর নিরিখে এখনও আমেরিকা শীর্ষে রয়েছে। এরপরই রয়েছে ইতালি, স্পেন ও ফ্রান্স। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা