শপিং মলের ট্রায়াল রুমে লুকিয়ে মহিলাদের পোশাক পরিবর্তনের ছবি তোলার অভিযোগ উঠল ওই শপিং মলেরই এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাইল্যান্ড পার্কের একটি শপিং মলে। এক তরুণীর অভিযোগ একটি নতুন পোশাকের ট্রায়াল দিতে ট্রায়াল রুমে ঢুকে তাঁর কেমন সন্দেহ হয়।
রুমের দেওয়ালে কয়েকটি ছোট ছোট ফুটো দেখতে পান তিনি। তার কয়েকটি আবার কাগজের টুকরো দিয়ে বোজানো। এর একটিতে চোখ দিতেই তিনি দেখতে পান পাশের ট্রায়াল রুম থেকে মোবাইলে তাঁর ট্রায়াল রুমের ছবি তুলছে এক যুবক। ধরা পড়ে গেছে বুঝে পালানোর চেষ্টা করে সে।
ইতিমধ্যেই ওই তরুণী নিজের ট্রায়াল রুম থেকে বেরিয়ে তাকে ধরার চেষ্টা করেন। কিন্তু হাত ফসকে চম্পট দেয় ওই শপিং মলেরই পোশাকে থাকা ওই যুবক। কিন্তু পালানোর তাড়ায় মোবাইলটি হাতছাড়া হয় তার। পরে সার্ভে পার্ক থানার পুলিশ এসে মোবাইলটি বাজেয়াপ্ত করে। ওই তরুণী পরে থানায় অভিযোগও দায়ের করেন।
এদিকে ওই যুবককে এজেন্সির তরফে শপিং মলে নিয়োগ করা হয়েছিল বলে জানিয়েছেন মল কর্তৃপক্ষ। বিষয়টি এজেন্সিকে জানিয়ে ওই যুবককে বরখাস্ত করার আবেদনও জানিয়েছেন বলে দাবি করেছে তারা।