রাজ্যে একদিনে করোনায় মৃত ১১
রাজ্যে করোনায় মৃত্যুর নিরিখে সবচেয়ে খারাপ দিন গেল বৃহস্পতিবার। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের।
রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা প্রতিদিনই বাড়লেও মৃতের সংখ্যা গত বুধবার বিকেল পর্যন্ত দাঁড়িয়েছিল ২২ জনে। সেটা মাত্র ১ দিনের ব্যবধানে লাফ দিল। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হল ১১ জনের। ফলে একলাফে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৩ জনে। বৃহস্পতিবার একথা জানান মুখ্যসচিব রাজীব সিনহা।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ৩৭ জন এ সময়ে নতুন করে করোনায় কাবু হয়েছেন। অন্যদিকে এদিন করোনামুক্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৫ জন। গত বুধবার বিকেল পর্যন্ত রাজ্যে করোনা নিয়ে চিকিৎসাধীন ছিলেন ৫৫০ জন। এদিন আরও ১৫ জন ছাড়া পেয়েছেন, ফলে তা কমে হয় ৫৩৫ জন। আবার ৩৭ জন নতুন করে সংক্রমিতও হয়েছেন। ফলে এখন করোনা নিয়ে রাজ্যে চিকিৎসাধীন ৫৭২ জন।
রাজ্যে করোনা সংক্রমণের নিরিখে সবচেয়ে এগিয়ে আছে কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলা। এই ৩ জেলাই রেড জোনের অন্তর্গত। রাজ্যে যত করোনা রোগীর খোঁজ মিলেছে তার ৮০ শতাংশই এই ৩ জেলার বাসিন্দা। এদিকে এদিন ১৫ জন করোনামুক্ত হয়ে ছাড়া পেয়েছেন। ফলে রাজ্যে করোনা মুক্ত হলেন এখনও পর্যন্ত ১৩৯ জন।