করোনায় রাজ্যে একদিনে আক্রান্ত ৬১
পশ্চিমবঙ্গে একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা ৬১ জন বাড়ল। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা সোমবার বিকেল পর্যন্ত দাঁড়িয়েছে ৬১ জনে।
যে চিকিৎসক চিকিৎসা করছেন তিনিই এবার থেকে করোনা সংক্রমিতের মৃত্যুর কারণ লিখবেন। করোনায় মৃত্যু কিনা তা খতিয়ে দেখার জন্য রাজ্যে যে অডিট কমিটি গঠিত হয়েছিল তার প্রয়োজন ফুরল। রাজ্যে এবার থেকে অন্যান্য রাজ্যের মত মোট সংক্রমিতের সংখ্যাই জানানো হবে। এদিন একথা পরিস্কার করে দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি জানান, রাজ্যে সোমবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েছে ৬১ জন।
রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা এদিন ৬১ জন বাড়ার পর রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৫৯ জন। সুস্থ হয়ে ফিরেছেন ২১৮ জন। রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার দাঁড়িয়েছে ১৭.৩২ শতাংশে। এদিকে এদিন থেকে রাজ্যে রেড, অরেঞ্জ ও গ্রিন জোন ভেঙে তার ভিত্তিতে বেশ কিছু ছাড় মিলেছে। ফলে সোমবার থেকে রাস্তায় গাড়িও কিছুটা বেড়েছে।
কলকাতা রেড জোন হলেও এদিন কলকাতায় গাড়ির সংখ্যা বেড়েছে। তবে পুলিশি নজরদারি ছিল প্রখর। লকডাউন বিধি মেনে গাড়ি বার করা হয়েছে কিনা সেদিকে কড়া নজর রেখেছেন ট্রাফিক আধিকারিকরা। স্কুটার বা বাইকে ১ জনই থাকার কথা। সেখানে ২ জন থাকলে, অর্থাৎ পিছনে কেউ বসলেই পুলিশ ২ চাকা আটকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রয়োজনীয় কাগজ সকলের কাছে আছে কিনা তাও দেখে নেয় তারা।