সকাল থেকেই কাজে নামল সেনা, এনডিআরএফ
৫ কলাম সেনা গত শনিবারই হাজির হয়েছে কলকাতায়। শনিবার সন্ধের পর রবিবার সকাল হতেই কাজে নেমে পড়ে তারা।
কলকাতা : এনডিআরএফ-এর কাছে রয়েছে বেশ কিছু মেশিন। বিশেষত গাছ কাটার জন্য ইলেকট্রিক শ। আর সেনার কাছে রয়েছে জেসিবি সহ নানা প্রয়োজনীয় যন্ত্রপাতি। ফলে সেনা ও এনডিআরএফ একসঙ্গে কলকাতার রাস্তায় ভেঙে পড়া গাছ কেটে সাফ করতে শুরু করেছে। সেনা নামায় কাজও দ্রুত হচ্ছে। ফলে শহরের চেহারা ফিরছে। রাস্তা সাফ হচ্ছে। সেনার সঙ্গে এনডিআরএফ থাকায় কাজ আরও গতি পেয়েছে। বেহালা, গোলপার্ক, সাদার্ন অ্যাভিনিউ সহ বিভিন্ন রাস্তায় গাছ কেটে সেসব রাস্তা যান চলাচলের উপযুক্ত করা হচ্ছে।
ঝড়ের পর ৪ দিন কেটে গেলেও অনেক জায়গায় গাছ পড়ে রয়েছে। যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ রয়েছে। অনেক রাস্তায় যান চলাচলেও বিঘ্ন ঘটছে। সেনা কাজ শুরু করায় দ্রুত এলাকা সাফ হচ্ছে। গত শনিবারই রাজ্যের তরফে এই বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের কাছে সেনার সাহায্য চাওয়া হয়। আসে এনডিআরএফ-এর অতিরিক্ত বাহিনী। শনিবার সন্ধে থেকেই সেনা কাজে নেমে পড়ে। ৫ কলাম সেনা হাজির হয়েছে।
বিরোধীরা অবশ্য সেনা ডাকার ক্ষেত্রে রাজ্যের দিকেই আঙুল তুলেছে। তাদের দাবি, সেনাকে অনেক আগেই ডাকতে পারত রাজ্য সরকার। কিন্তু তা তারা করেনি। এখন যখন বিপর্যয় মোকাবিলা সম্ভব হচ্ছেনা, তখন সেনাকে ডাকা হল। এটা আগে হলে আরও দ্রুত শহরের এত রাস্তা গাছবন্দি হয়ে পড়ে থাকত না বলেই দাবি করেছে তারা। এদিন সল্টলেকেও পড়ে থাকা অনেক গাছ কেটে সাফ করে সেনা।