আবার বুধবার, আবার প্রবল ঝড়ের তাণ্ডব
আম্ফান আছড়ে পড়েছিল গত সপ্তাহের বুধবার। আর এই সপ্তাহের বুধবার ফের এক দামাল ঝড়ের মুখে পড়ল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশ। সঙ্গে প্রবল বৃষ্টি।
কলকাতা : গত সপ্তাহের সেই বিকেল থেকে রাত পর্যন্ত চলা আম্ফান নামক দানব ঝড়ের স্মৃতি এখনও তাজা সকলের মনে। বলা ভাল সেই আতঙ্কের স্মৃতি। যার ধ্বংসলীলা এখনও শহর থেকে গ্রাম সর্বত্র ছড়িয়ে রয়েছে। তারপর ১ সপ্তাহ কেটে গেছে। আবার ফিরে এসেছে বুধবার। আর ঠিক সেই বুধবারেই ফের উঠল আর এক প্রবল ঝড়। কোনও ঘূর্ণিঝড় নয়। নেহাতই কালবৈশাখী। কিন্তু তার ঝড়ের গতি খুব সহজেই মনে পড়িয়ে দিল ১ সপ্তাহ আগের স্মৃতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সিংহভাগের ওপর দিয়ে বয়ে গেল সেই প্রবল ঝড়।
বিহার থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত। তার জেরেই এই ঝড় বৃষ্টি। পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় ও সঙ্গে বৃষ্টির পূর্বাভাস ছিল। এদিন তা মিলে যায় অক্ষরে অক্ষরে। এদিনের ঝড়ে ফের বেশ কিছু গাছ উপড়ে পড়ে। কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে যায়। তবে এদিন ঝড়ের দাপট ভয়ংকর হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে এদিন ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিও হয়। সঙ্গে ছিল বজ্রের নির্ঘোষ, বিদ্যুতের মুহুর্মুহু ঝলকানি। সন্ধেটা কার্যত ঝড়বৃষ্টিতেই কাটে। জ্যৈষ্ঠের বিকেল সন্ধেয় এমন একটা ঝড়বৃষ্টিতে সাধারণত মানুষ খুশিই হন। কিন্তু আম্ফানের পর এখন ঝড় এলে বুক কাঁপছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার মানুষের। এদিন রাত ৯টার পরও অনেক জায়গায় ঝিরঝির করে বৃষ্টি হয়েছে।