রাজ্যে একদিনে আক্রান্ত ৩৪৪ জন
রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে রেকর্ড সংখ্যক সংক্রমণ নথিভুক্ত হয়েছে।
কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে। গত ১ দিনে ৩৪৪ জনের দেহে করোনা সংক্রমণের হদিশ মিলেছে। যা একদিনে সংক্রমণের ক্ষেত্রে অবশ্যই নজরকাড়া। এদিকে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ট্রেন আসছে। পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি ফিরছেন তীর্থযাত্রী বা পড়ুয়ারাও। তবে ২ মাসের ওপর লকডাউনে থাকার পরও রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমণ সাধারণ মানুষকে চিন্তায় ফেলেছে।
গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আরও ৬ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। এই নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ২২৩ জনে দাঁড়াল। এছাড়া কোমর্বিডিটির কারণে আগেই ৭২ জনের মৃত্যু হয়েছিল। রাজ্যে এখনও পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা সাড়ে ৪ হাজার পার করেছে। তবে সুস্থও হয়ে উঠছেন অনেকে।
রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬৬৮ জন। রাজ্যে এখন সুস্থ হয়ে ওঠার হার ৩৬.৭৭ শতাংশ বলে জানানো হয়েছে। ফলে আক্রান্ত যেমন বাড়ছে তেমন সুস্থ হয়ে ওঠার হারও বাড়ছে। এটা অবশ্যই রাজ্যের জন্য ভাল খবর। এবার আক্রান্তের হারে লাগাম পরাতে পারলে জনজীবন আরও স্বাভাবিক হতে পারবে দ্রুত।