রবিবাসরীয় সকালে বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গ
সকালেই ঝোড়ো হাওয়ার দাপট। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলা ভিজল রবিবারের সকালে।
কলকাতা : যদিও লকডাউন এখন অনেকটা শিথিল। তবু রবিবারটা আলাদা করে বোঝার আনন্দটা শহর থেকে গ্রাম সর্বত্রই উধাও হয়েছে। ঘরবন্দি মানুষের কাছে সব দিনই এখন কার্যত রবিবার। তবু রবিবার এলে একটা বাড়তি আলস্য পেয়ে বসে বৈকি! সেটাই হয়েছিল এদিন। একটু বেলাতেই বিছানা ছেড়েছেন শহরবাসী। অনেকেরই ঘুম ভেঙেছে ঝোড়ো হাওয়া আর বাজের আওয়াজে। চোখে মেলে দেখেছেন জানালার বাইরে আকাশ কালো মেঘে ঢাকা। অল্প সময়ের অপেক্ষা। তারপরই ঝরঝর করে নামে বৃষ্টি।
ঝাড়খণ্ডের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার জেরে এ রাজ্যে মেঘের ঘনঘটা তৈরি হচ্ছে। তার থেকেই বৃষ্টি। তাছাড়া বর্ষার এবার ঢোকার সময় এগিয়ে আসছে। তাই একে অনেকে প্রাক-বর্ষার বৃষ্টিও বলছেন। সব মিলিয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই এদিন সকালে বৃষ্টি নেমেছে। ঝোড়ো হাওয়া ও সঙ্গে বৃষ্টিতে একটা সুন্দর আবহাওয়া তৈরি হয়।
বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গেও হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর আগেই জানিয়েছে কেরালায় ১ জুনই বর্ষা প্রবেশ করতে চলেছে। সেইমত খাতায় কলমে পশ্চিমবঙ্গেও সময়েই বর্ষা প্রবেশ করার কথা। এদিকে জ্যৈষ্ঠের চরম গরমটা এবার রাজ্যে দফায় দফায় ঝড়-বৃষ্টির হাত ধরে অনুভূতই হল না। গোটা উত্তর ভারত যখন ভয়ংকর তাপপ্রবাহে ঝলসে যাচ্ছিল, তখনও এ রাজ্যের অধিকাংশ এলাকাই মনোরম পরিবেশে কাটিয়ে দিয়েছে।