Kolkata

রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত ১০

সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমিতের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। গত ১ দিনে মৃত্যু হয়েছে ১০ জনের।

কলকাতা : একদিকে দেশজুড়ে শুরু হয়েছে আনলক ১। রাজ্যেও সব খুলতে শুরু করেছে জুন পড়তে। আর সব খোলার পাশাপাশি করোনা সংক্রমণও বেড়ে চলেছে। গত ১ দিনে রাজ্যে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৩৪০ জন। ফলে এ রাজ্যে সংক্রমিতের মোট সংখ্যা গিয়ে দাঁড়াল ৬ হাজার ৫০৮ জনে। যারমধ্যে অ্যাকটিভ কেস রয়েছে ৩ হাজার ৫৮৩টি।

একদিকে গত ১ দিনে যেমন ৩৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, তেমনই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭০ জন। মোট সুস্থ হয়ে এ রাজ্যে বাড়ি ফিরলেন ২ হাজার ৫৮০ জন। সব মিলিয়ে রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার গিয়ে দাঁড়িয়েছে ৩৯.৬৪ শতাংশে। যেখানে দেশে সুস্থ হয়ে ওঠার হার ৪৮ শতাংশ পার করেছে।


পশ্চিমবঙ্গে গত একদিনে করোনা প্রাণ কেড়েছে ১০ জনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৭৩ জনে। গত একদিনে ৯ হাজার ৪৯৯টি নমুনা এ রাজ্যে পরীক্ষা হয়েছে। রাজ্যে ক্রমশ পরীক্ষার সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। রাজ্যে এখন ৪১টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এদিকে রাজ্যে ক্রমশ দোকান থেকে অফিস সবই এক এক করে খুলতে শুরু করেছে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button