রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে, আক্রান্ত আরও ৩৬৮
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৮ জন করোনা সংক্রমণের শিকার হলেন। রাজ্যে করোনা সংক্রমণ কিন্তু বেড়েই চলেছে।
কলকাতা : বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামল বেসরকারি বাস। খুলে গেছে অনেক দোকানপাট, অফিস। শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাকি রেখে কার্যত এখন সচলের পথে রাজ্য। যদিও বন্ধ লোকাল ট্রেন। এর মধ্যেই কিন্তু করোনা তার দাপট বজায় রেখেছে। পশ্চিমবঙ্গে গত একদিনে ৩৬৮ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে রাজ্যে করোনা সংক্রমণের শিকারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮৭৬ জন।
করোনায় গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৩ জনে। অন্যদিকে এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৮ জন। ফলে রাজ্যে সুস্থ হওয়ার সংখ্যা গিয়ে দাঁড়াল ২ হাজার ৭৬৮ জনে। সুস্থ হওয়ার হার এদিন ৪০ শতাংশ পার করেছে। রাজ্যে এখন করোনা থেকে সেরে ওঠার হার হয়েছে ৪০.২৫ শতাংশ।
সংক্রমিতের সংখ্যার নিরিখে কলকাতাই এখনও সবচেয়ে ওপরে রয়েছে। কলকাতার পর রয়েছে হাওড়া। তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গোটা রাজ্য মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যে বর্তমানে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৭৫৩ জন।