সোমবার থেকে রাস্তায় নামবে আরও ৩০ শতাংশ বাস
যাত্রী দুর্ভোগে কিছু সুরাহার ইঙ্গিত মিলল। সোমবার থেকে রাস্তায় নামতে চলেছে আরও ৩০ শতাংশ বেসরকারি বাস।
কলকাতা : জুনের প্রথম সপ্তাহে সরকার বাস চালু করে দেওয়ার কথা বললেও তাতে বিশেষ সাড়া দেননি বেসরকারি বাস মালিকরা। বাসও বড় একটা রাস্তায় ছিলনা। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বাসের সব সিটে যাত্রী বসানো গেলেও কেউ দাঁড়িয়ে যেতে পারবেন না। ভাড়াও বেশি নেওয়া যাবেনা। কিন্তু এই শর্তে বাস চালাতে তাঁদের লোকসান হবে বলে জানিয়ে বেসরকারি বাস বড় একটা পথে নামাননি মালিকরা। রবিবার বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেন পরিবহণ দফতরের কর্তারা। তারপরই সোমবার থেকে ৩০ শতাংশ আরও বাস রাস্তায় নামবে বলে নিশ্চিত করেছেন বাস মালিকরা।
বাস মালিক সংগঠনগুলির তরফে জানানো হয়, সাধারণ মানুষের স্বার্থে এবং বাস কর্মচারিদের স্বার্থে তাঁরা সোমবার থেকে আরও ৩০ থেকে ৩৫ শতাংশের মত বাস রাস্তায় নামাচ্ছেন। বাকি বাস রাস্তায় নামানো যাচ্ছেনা, কারণ সেসব বাস এতদিন বসে থাকায় বাসগুলির মেরামতির প্রয়োজন রয়েছে। তাছাড়া লকডাউনে অনেক বাস কর্মচারি বাড়ি ফিরে গিয়েছেন। তাঁরা না ফেরা পর্যন্ত বাসগুলি চালানো মুশকিল।
বাস মালিকরা এও জানান যে বাসের ভাড়া বাড়ানোর জন্য যে কমিটি গঠিত হয়েছে আপাতত তাঁরা সেই কমিটির দিকে তাকিয়ে আছেন। চলতি মাসেই ওই কমিটি বাস ভাড়া বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেবে বলে আশাবাদী বাস মালিকরা। যদিও আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাস ভাড়া বাড়বে না। কিন্তু এই কমিটি বাস ভাড়া বাড়ায় কিনা সেদিকে নজর সাধারণ মানুষের।