Kolkata

বাস বাড়লেও মানুষের হয়রানি অব্যাহত

সোমবার থেকে আরও বেশি সংখ্যায় বাস রাস্তায় নামলেও তাতে যাত্রী হয়রানি বড় একটা কমল না।

কলকাতা : গত রবিবার পরিবহণ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর বাস মালিক সংগঠনের তরফে জানানো হয়েছিল সোমবার থেকে আরও ৩০ শতাংশ বেশি বাস পথে নামবে। সোমবার যে রাস্তায় বাস বেড়েছে তাও মেনে নিয়েছেন অনেকেই। কিন্তু সেইসঙ্গে সোমবার থেকে জনজীবন আরও স্বাভাবিক হওয়ার পথে ফিরেছে। যার জেরে বহু মানুষ এদিন কাজে যোগ দিতে বার হন। কিন্তু সেই সংখ্যক মানুষের জন্য প্রয়োজনীয় গণপরিবহণ ছিল অপ্রতুল।

সকালে কাজে যেতে তাই যেমন সমস্যা হয়েছে তেমনই ফেরার সময় সমস্যায় পড়তে হয় মানুষজনকে। দীর্ঘ সময়ের অপেক্ষার পরও মেলেনি বাড়ি ফেরার বাস। সকালেই অবশ্য তার আঁচ পেয়েছিলেন মানুষজন। ব্যারাকপুর চিড়িয়া মোড়ে বাস না পেয়ে সোমবার সকালে সাধারণ মানুষ অবরোধও করেন। সরকারি থেকে বেসরকারি, অনেক অফিসেই সোমবার থেকে কাজের ছন্দে গতি ফিরেছে। কিন্তু তুলনায় গণ পরিবহণ সকলের একটা চিন্তার কারণ হয়ে থেকেছে।


এখনও ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও ঘোষণা না হলেও অনেক বাসে সোমবারও উঠলে গুনতে হয়েছে ১০ টাকা ভাড়া। বাস কর্মচারিরা নিজেদের মত করে ভাড়া চেয়ে নিয়েছেন যাত্রীদের কাছ থেকে। তারপরেও বাস কিন্তু অপ্রতুল ছিল। ফলে বৃষ্টি ভেজা শহরে বিকেল থেকে সন্ধে কাজ থেকে বাড়ি ফিরতে বাসের অপেক্ষায় নাজেহাল হতে হয়েছে বহু মানুষকে। ধর্মতলায় বাস ধরতে বিশাল লম্বা লাইন দেখে অনেকেই প্রমাদ গুনেছেন।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button