Kolkata

রাজ্যে নতুন করে আক্রান্ত ৪৪০

রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত হলেন ৪৪০ জন মানুষ। আক্রান্তের নিরিখে মাথায় কলকাতাই।

কলকাতা : একদিনে রাজ্যে করোনা সংক্রমণের শিকার হলেন আরও ৪৪০ জন। গত একদিনে এই নতুন করে সংক্রমিতের সন্ধান মিলেছে। ফলে রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৯ হাজার ৭৬৮ জনে। এদিন ৯ হাজার ৫২২টি নমুনা পরীক্ষা করা হয়। সেই নমুনা পরীক্ষা করে ৪৪০ জনের নমুনায় করোনা ধরা পড়ে। ৪৪০ জন করোনা আক্রান্ত ফের রাজ্যে সংক্রমণে নতুন রেকর্ড গড়ল।

করোনায় একদিনে সংক্রমণ যখন রেকর্ড গড়ল তখন এদিন করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। এই নতুন ১০ জন যোগ করে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪২ জন। রাজ্যে এখন অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ৫ হাজার ৩৩৮ জন। এদিকে এদিন ২০৯ জন করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ফলে রাজ্যে করোনা মুক্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৮৮ জন। সুস্থ হয়ে ওঠার হার ৪০.৮২ শতাংশ।


করোনা সংক্রমণে এখনও শীর্ষে রয়েছে কলকাতা। দৈনিক আক্রান্তের হারেও কলকাতাই শীর্ষে। গত বুধবার পর্যন্ত কলকাতায় করোনা সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ২৪৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া। সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। তারপরে সবচেয়ে বেশি সংক্রমণ মিলেছে হুগলিতে। হুগলির পিছনে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button