খুলে গেল দক্ষিণেশ্বরের মন্দিরের দরজা, ফুল ছাড়াই পুজো
অবশেষে খুলে গেল দক্ষিণেশ্বরের মন্দির। মা ভবতারিণীর দর্শন ও পুজো দিতে সকাল থেকেই লম্বা লাইন।
কলকাতা : দক্ষিণেশ্বরের মন্দির অবশেষে খুলে গেল। শনিবার সকালে খুলে যায় দরজা। এতদিন মন্দির বন্ধ থাকার পর এদিন পুজো দেওয়ার সুযোগ পেয়ে বহু ভক্ত হাজির হন। লাইন পড়ে অনেক দূর পর্যন্ত। তবে মন্দিরে ১০ জনের বেশি একসঙ্গে প্রবেশ করতে দেওয়া হয়নি। নীল গোল কেটে দূরত্ববিধি মানার বন্দোবস্ত করা হয়েছে। অনেকগুলি কঠোর নিয়ম পালনের মধ্যে দিয়েই দেওয়া যাচ্ছে পুজো।
মন্দিরে প্রবেশের আগে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে সকলের। যদি ঠিকঠাক পাওয়া যায় তাহলেই প্রবেশাধিকার মিলছে। মোবাইল সহ অন্যান্য জিনিস মন্দিরে প্রবেশের অনেক আগেই জমা রাখা হচ্ছে। মন্দিরে পুজো দিতে প্রবেশ করলেও পুজোর জন্য কোনও ফুল নিয়ে যাওয়া যাচ্ছেনা। কেবলমাত্র প্রসাদ দিয়ে পুজো দেওয়া যাচ্ছে। কোনও চরণামৃতও দেওয়া হচ্ছেনা।
দক্ষিণেশ্বর মন্দির চত্বরে ঢোকার জন্য ২টি সময় নির্ধারিত। সকালে মন্দির খুলছে ৭টায়। বন্ধ হচ্ছে ১০টায়। ফের মন্দিরে পুজো দিতে প্রবেশের অনুমতি মিলছে বিকেল সাড়ে ৩টেয়। বিকেলের পর তা সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত খোলা থাকছে। এরমধ্যেই পুজো দেওয়া যাবে। তবে মন্দিরে পুজো দেওয়ার পর অপেক্ষা করা বা মন্দির প্রাঙ্গণে বসা যাচ্ছেনা। পিপিই কিট পরেই সুরক্ষাকর্মীরা পাহারায় রয়েছেন।