রাজ্যে একদিনে আক্রান্ত ৪৫৪ জন
দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও করোনা সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শনিবার ৪৫৪ জনের দেহে নতুন করে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এদিন ৪৫৪ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। ফলে রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৬৯৮ জন। এদিন ৯ হাজার ৮টি নমুনা পরীক্ষা করা হয়। তার থেকে ৪৫৪ জনের শরীরে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। যেভাবে রাজ্যে করোনা ছড়াচ্ছে তা ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে। রাজ্যে এখন অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ৫ হাজার ৬৯৩ জন।
করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে এদিন ১২ জনের করোনায় মৃত্যু হয়েছে। ফলে করোনায় রাজ্যে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৬৩ জনে। এদিকে করোনামুক্ত হয়ে প্রতিদিনই বাড়ি ফিরছেন অনেক আক্রান্ত। এদিন ৩৩৬ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪ হাজার ৫৪২ জনে। শতাংশের হিসাবে করোনা মুক্তের হার রাজ্যে ৪২.৪৫ শতাংশ।
করোনা সংক্রমণের নিরিখে কলকাতা শীর্ষেই রয়েছে। অন্য জেলাগুলির তুলনায় কলকাতার পরিস্থিতি অনেক বেশি খারাপ। ১২ জুন পর্যন্ত কলকাতায় করোনা সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৫১৪ জন। ২ নম্বরে রয়েছে হাওড়া। ৩ নম্বরে উত্তর ২৪ পরগনা। ৪ নম্বরে হুগলি। ৫ নম্বরে দক্ষিণ ২৪ পরগনা।