রাজ্যে ১২ হাজার পার সংক্রমণ, ৫০০ পার মৃত্যু
রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা পার করল ১২ হাজারের গণ্ডি। রাজ্যে এখন আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩০০ জন।
কলকাতা : গত ১ দিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের শিকার হলেন ৩৯১ জন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমণের শিকার হলেন ১২ হাজার ৩০০ জন। ৩৯১ জনের সংক্রমণের হাত ধরে ১২ হাজারের গণ্ডি পার করে গেল সংক্রমিতের সংখ্যা। ৯ হাজার ২২২টি নমুনা পরীক্ষা করে গত একদিনে রাজ্যে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে ৩৯১ জনের দেহে।
করোনা সংক্রমণ যেমন বাড়ছে তেমনই রাজ্যে মৃতের সংখ্যাও বাড়ছে। গত ১ দিনে আরও ১১ জন করোনায় মারা গিয়েছেন। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা এদিন টপকে গেছে ৫০০-র গণ্ডি। রাজ্যে এখন করোনায় মোট মৃতের সংখ্যা ৫০৬ জন। মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে কলকাতা। রাজ্যে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ হাজার ২৬১ জন।
রাজ্যে করোনা সংক্রমণ ও মৃত্যু যেমন বাড়ছে তেমনই আবার সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। গত একদিনে ৫০৫ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। ফলে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ৬ হাজার ৫৩৩ জন। রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার দাঁড়াল ৫৩.১১ শতাংশ। পরিযায়ী শ্রমিকরা ফেরার পর রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা আরও বেড়েছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী।