রাজ্যে ১৩ হাজার পার করল আক্রান্তের সংখ্যা
রাজ্যে ১৩ হাজারের গণ্ডি টপকে গেল সংক্রমিতের সংখ্যা। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১৩ হাজার ৯০ জন।
কলকাতা : রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৩৫৫ জন। যার হাত ধরে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ১৩ হাজার পার করে গেল। এখন রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ১৩ হাজার ৯০ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ হাজার ২৫৮ জন। গত কয়েকদিনের তুলনায় একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় কিছুটা হলেও কম।
গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। যার ফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫২৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৩২১টি। যার মধ্যে ৩৫৫ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। রাজ্যে এখনও করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে কলকাতা।
রাজ্যে করোনায় সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি সুস্থতার হারও চোখে পড়ার মতন। গত ২৪ ঘণ্টায় অবশ্য ৩০২ জনকেই কেবল সুস্থ করে মুক্ত করা হয়েছে। করোনাকে হারিয়ে রাজ্যে এখন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৭ হাজার ৩০৩ জন। শতাংশের হিসাবে রাজ্যে করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার হার দাঁড়িয়েছে ৫৫.৭৯ শতাংশে।