তৃণমূল বিধায়কের প্রাণ কাড়ল করোনা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কলকাতা : প্রায় ১ মাস যাবত হাসপাতালেই ছিলেন তিনি। তার মধ্যে প্রায় ৩ সপ্তাহের ওপর ভেন্টিলেশনে। শ্বাসকষ্ট ছিল। তা ক্রমশ প্রকট হচ্ছিল। গত মাসেই তাঁকে করোনা পজিটিভ হিসাবে পাওয়া যায়। তারপরই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনা যে অঙ্গকে অনেকের ক্ষেত্রে বিকল করে দিচ্ছে সেই ফুসফুস প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছিল তমোনাশবাবুর। এছাড়াও দেহের একাধিক অঙ্গ বিকল হতে শুরু করেছিল। অবশেষে বুধবার সকালে তাঁর হাসপাতালেই মৃত্যু হয়। ভেন্টিলেশনে থাকাকালীনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তমোনাশ ঘোষের মৃত্যুতে এদিন গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৫ বছর একসঙ্গে দলে কাজ করার কথা বলে মুখ্যমন্ত্রী তমোনাশবাবুর দলের প্রতি নিষ্ঠার প্রসঙ্গ তুলে ধরেন। ১৯৯৮ সাল থেকে তিনি দলের কোষাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। ৩ বারের বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর।
দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে তৃণমূলের টিকিটে দাঁড়াতেন। সেখান থেকেই তিনি ৩ বার জয়ী হন। তমোনাশ ঘোষের মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনকর। করোনা এর আগে তামিলনাড়ুর বিধায়ক জে আনবাঝাগনের প্রাণ কেড়েছে। এবার তৃণমূলের এক বিধায়কের প্রাণ কাড়ল এই বিশ্বত্রাস। তমোনাশ ঘোষের মৃত্যুতে তৃণমূল শিবিরে শোকের ছায়া।