Kolkata

উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা হচ্ছেনা, জানালেন শিক্ষামন্ত্রী

উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি আর নেওয়া হবে না। শুক্রবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

কলকাতা : বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে সিবিএসই ও আইসিএসই বোর্ড জানিয়ে দেয় তাদের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হচ্ছেনা। তখনই প্রশ্ন উঠেছিল তাহলে উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে কী হবে? কারণ উচ্চমাধ্যমিকের বাকি থাকা ৩টি পরীক্ষা ২ জুলাই, ৬ জুলাই ও ৮ জুলাই হওয়ার কথা ছিল। শুক্রবার শিক্ষামন্ত্রী পরিস্কার করে দিলেন যে ওই পরীক্ষাগুলি আর নেওয়া হচ্ছেনা। পরীক্ষা বাতিল।

উচ্চমাধ্যমিকের রেজাল্টও ৩১ জুলাইয়ের মধ্যে বার করে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। ফলে বিগত পরীক্ষার গড় নম্বরের ভিত্তিতেই ওই ৩টি পরীক্ষার নম্বর স্থির হবে বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কী পদ্ধতি মেনে ওই ৩টি পরীক্ষার নম্বর স্থির হবে তা শিক্ষা দফতরের কমিটি স্থির করবে বলে জানান শিক্ষামন্ত্রী। উচ্চমাধ্যমিকের কী হবে তা নিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক মহলে জোর আলোচনা চলছিল। তা এবার পরিস্কার হল এদিনের ঘোষণায়।


রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বর্ধিত করেছেন মুখ্যমন্ত্রী। কন্টেনমেন্ট জোনে লকডাউন বলবৎ থাকছে। সেইসঙ্গে ট্রেন না চলা ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে অন্তরায় হতে পারত। সমস্যা হত তাদের। এই বিষয়গুলি বিভিন্ন মহল থেকে সামনেও আসছিল। অবশেষে রাজ্যসরকার উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা বাতিলের রাস্তাতেই হাঁটল।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button