জোমাটো সংস্থার টিশার্ট পোড়ালেন সংস্থারই কর্মীরা
খাবার বাড়িতে পৌঁছে দেওয়ার সংস্থা জোমাটোর কর্মীরা কার্যত দুঃসাহস দেখালেন। দেশকে ভালবেসে এই দুঃসাহস দেখালেন তাঁরা।
কলকাতা : খাবার অনলাইনে অর্ডার করলে পৌঁছে যাবে কাঙ্ক্ষিত জায়গায়। সে বাড়ি হোক বা অফিস বা অন্য কোথাও। এই খাবার পৌঁছে দেওয়া সংস্থার তালিকায় জোমাটো অন্যতম জনপ্রিয়। সংস্থার কর্মীদের লাল টিশার্টের পিছনে লেখা থাকে জোমাটো কথাটা। সেই জোমাটোর কর্মীদের একাংশ গত শনিবার বেহালায় সংস্থার টিশার্ট ছিঁড়ে পুড়িয়ে প্রতিবাদে মুখর হলেন। সংস্থায় কাজ করে সেই সংস্থার টিশার্ট পোড়ানোর মানে হয়তো কাজ হারানো। এটা জেনেই তাঁরা এমন দুঃসাহস দেখালেন।
দেশকে ভালবেসেই তাঁদের এই বিক্ষোভ প্রদর্শন। যাঁরা এই বিক্ষোভে অংশ নিলেন এমন জোমাটো কর্মীদের দাবি, চিনা সংস্থা অ্যান্ট ফিনান্সিয়াল জোমাটোতে ২০১৮ সালে প্রথম লগ্নি করে। এই অ্যান্ট ফিনান্সিয়াল হল চিনের অন্যতম শিল্প সংস্থা আলিবাবা-র। ফলে জোমাটোতে আলিবাবারই লগ্নি এল। সম্প্রতি আরও ১৫০ মিলিয়ন ডলার জোমাটোতে ঢেলেছে অ্যান্ট ফিনান্সিয়াল। ফলে জোমাটোতে এখন বড় অংশের চিনা লগ্নি রয়েছে। আর সেখানেই আপত্তি বিক্ষোভকারীদের।
বিক্ষোভকারীদের দাবি, যে চিন ভারতীয় জওয়ানদের লাদাখে নির্মমভাবে হত্যা করেছে, আগ্রাসন চালানোর চেষ্টা করছে সেই চিনা লগ্নিতে চলা জোমাটোকে তাঁরা বর্জন করছেন। তাঁরা দারিদ্র সহ্য করতে রাজি, কিন্তু যে দেশ ভারতীয় জওয়ানদের হত্যা করে তাদের লগ্নি করা সংস্থায় তাঁরা কাজ করবেননা। সাধারণ মানুষকেও জোমাটো-তে অর্ডার করতে মানা করেন বিক্ষোভকারীরা।