ফাঁকা বাড়িতে গলায় গামছা জড়ানো অবস্থায় উদ্ধার কিশোরীর দেহ
বাড়ি তখন ফাঁকাই ছিল। সেই বাড়ি থেকেই উদ্ধার হল এক কিশোরীর গলায় গামছা জড়ানো মৃতদেহ।
কলকাতা : সকালেও সে স্বাভাবিকই ছিল। পরে বাবা-মা কিছু কাজে বার হন। বাড়িতে তখন একাই ছিল ১২ বছরের ওই কিশোরী। পূর্ব যাদবপুরের নতুনপল্লির ওই বাড়িতে সে ছিল। দুপুরে তার মা বাড়ি ফিরে দরজা খুলে দেখেন মেয়ে পড়ে আছে বিছানায়। গলায় জড়ানো গামছা। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, ওই কিশোরীর গলায় একটি আঁচড়ের মত দাগও ছিল। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
কীভাবে মৃত্যু হল ওই কিশোরীর সেটাই ভাবাচ্ছে পুলিশকে। মৃত কিশোরীর পরিবার অবশ্য এটাকে খুন বলেই দাবি করছে। তাদের বক্তব্য যদি আত্মহত্যাই হবে তবে দেহ বিছানায় পড়ে থাকবে কেন? দেহ তো সিলিং থেকে ঝোলার কথা। কিন্তু কেই বা খুন করবে তাকে? কেনই বা খুন করবে? সব দিক খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।
আত্মহত্যা যদি করে থাকে মেয়েটি তাহলে সেটাই বা কেন? সে প্রশ্নও উঠছে। এমনকি খেলতে খেলতে গলায় কোনওভাবে ফাঁস লেগে গেল কিনা তাও ভাবাচ্ছে পুলিশকে। পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছে পুলিশ। সবে একটি মোবাইল ফোন হাতে পেয়েছিল কিশোরী। তা নিয়ে সে খুশিও ছিল। সেই মোবাইল ফোনটিও ঘেঁটে দেখছে পুলিশ।