
মহিলাদের ট্রায়াল রুমে লুকিয়ে ছবি তোলার ঘটনায় ১ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সমীর অধিকারী। তাকে কালিকাপুর থেকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার রাতে হাইল্যান্ড পার্কের একটি শপিং মলের ট্রায়াল রুমে পোশাক পরিবর্তন করতে গিয়ে এক তরুণীর নজরে পড়ে ট্রায়াল রুমের দেওয়ালে একটি ছিদ্র। সেই ছিদ্রে চোখ রাখতেই তিনি দেখেন পাশের ট্রায়াল রুম থেকে ওই ছিদ্র দিয়ে মোবাইলে ছবি তুলছে এক যুবক। দ্রুত ট্রায়াল রুম থেকে বেরিয়ে ওই যুবককে ধরতে গেলে সে হাত ফসকে পালিয়ে যায়। কিন্তু ফেলে যায় তার মোবাইল ফোন। ওই তরুণী জানান, যুবকের গায়ে ওই শপিং মলের কর্মীর ইউনিফর্ম ছিল। সেইমত খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে সমীর অধিকারী নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করল সার্ভে পার্ক থানার পুলিশ।