প্রায় ১০০ দিন পর খুলে গেল কালীঘাট মন্দির
১০০ দিন পর খুলে গেল কালীঘাট মন্দিরের দরজা। তবে কড়া নিয়মবিধি মেনেই মন্দিরে ভক্তদের প্রবেশ অনুমতি।
কলকাতা : করোনা অতিমারির জেরে বন্ধ থাকার ১০০ দিন পর ভক্তদের জন্য খুলে গেল কালীঘাট মন্দিরের দরজা। তবে একগুচ্ছ নিয়ম মেনেই মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের যে গেট দিয়ে ভক্তরা প্রবেশ করতে পারবেন সেই গেটে বসানো হয়েছে স্যানিটাইজার টানেল। এই টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় গায়ে স্যানিটাইজার স্প্রে হবে। এভাবেই জীবাণুমুক্ত করা হবে ওই ভক্তকে। তারপরই তিনি মন্দিরে প্রবেশ করতে পারবেন।
মন্দিরে প্রবেশ করতে গেলে মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। একসঙ্গে মন্দিরের মধ্যে ১০ জনের বেশি মানুষের প্রবেশ নিষেধ। সেই সংখ্যা মেনেই প্রবেশ করানো হবে মন্দিরে। মন্দিরে প্রবেশ করলেও গর্ভগৃহে প্রবেশের অনুমতি থাকছে না। মাকে দর্শন করতে হবে বাইরে থেকেই। কোনও প্রসাদ পুজো দেওয়া যাবেনা। সামাজিক দূরত্ববিধিও মেনে চলতে হবে মন্দির চত্বরে।
মন্দির বুধবার ভোর ৬টায় খুলে যায়। প্রতিদিনই ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেলে ৪টে থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত মন্দির খোলা থাকবে ভক্তদের জন্য। ৫১টি সতীপীঠের একটি কলকাতার কালীঘাট মন্দির। এর আগেই গত ২৩ জুন বীরভূমের তারাপীঠের দরজা ভক্তদের জন্য খুলে গেছে। খুলে গেছে দক্ষিণেশ্বরের মন্দিরও। এবার খুলে গেল কালীঘাটের দরজা।