Kolkata

রাজ্যে সংক্রমিতের সংখ্যা ১৯ হাজার পার

রাজ্যে সংক্রমিতের সংখ্যা ১৯ হাজার পার করে গেল। এদিনও ৬০০-র ওপরেই রয়ে গেল সংক্রমিতের সংখ্যা।

কলকাতা : পশ্চিমবঙ্গে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা বুধবার সকাল ৯টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় ৬১১ জন। গত দিনের চেয়ে কিছুটা কম। তবে ৬০০-র ঘর থেকে নামল না সংখ্যাটা। এদিন ৯ হাজার ৫৫৮টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ পাওয়া গিয়েছে। যার হাত ধরে এদিন রাজ্যে মোট সংক্রমণ পৌঁছে গেল ১৯ হাজারের ওপরে। রাজ্যে এখনও পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা ১৯ হাজার ১৭০ জন।

যখন রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। প্রতি ২ দিনে ১ হাজারের ওপর সংক্রমণ ধরা পড়ছে। তখন মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। গত একদিনে রাজ্যে ১৫ জনের প্রাণ কেড়েছে করোনা। যারফলে রাজ্যে এখন মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮৩ জন। গত একদিনে ১৫ জন মৃতের মধ্যে ৭ জন কলকাতার। ৪ জন উত্তর ২৪ পরগনার। ২ জন হাওড়ার। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা ও জলপাইগুড়ির ১ জন করে করোনা সংক্রমিতের মৃত্যু হয়েছে।


রাজ্যে সবচেয়ে খারাপ অবস্থা এখন কলকাতার। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। বরং তুলনায় হাওড়া কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনায় মৃত্যু ৩ অঙ্কে পৌঁছে গেছে। এদিকে করোনা সারিয়ে অনেকে সুস্থও হয়ে উঠছেন। গত ২৪ ঘণ্টায় ৩৯৮ জন রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৫২৮ জন। সুস্থতার হার ৬৫.৩৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button