মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে কাজ, পথে নামল বেসরকারি বাস
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেই কাজ হল। সামান্য নয়, বৃহস্পতিবার থেকে পথে নামল যথেষ্ট সংখ্যক বেসরকারি বাস।
কলকাতা : সব বাস না নামলেও অনেক বাসই বৃহস্পতিবার পথে নামল। যার হাত ধরে একটানা বাস হয়রানি থেকে অনেকটাই মুক্তি পেলেন নিত্যযাত্রীরা। অফিস যেতে বা কর্মক্ষেত্রে যেতে বা ফিরতে বাসের জন্য হাপিত্যেশ অবস্থা এদিন অনেকটাই কমে গিয়েছে। বেসরকারি বাস অনেক পথে নেমেছে। সেইসঙ্গে সরকারি অতিরিক্ত বাস তো চলছিলই। সব মিলিয়ে বৃহস্পতি থেকে অনেকটাই স্বস্তিতে শহরবাসী।
ভাড়া বাড়াতেই হবে। এই দাবিতে অনড় বাস মালিকরা বার বার পরিবহণ দফতরের ওপর চাপ তৈরি করছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন কোনও বাস ভাড়া বাড়বে না। তবে বাস মালিকদের ক্ষতি সামলাতে তিনি বাস পিছু মাসে ১৫ হাজার টাকা করে ৩ মাস ভর্তুকির কথা ঘোষণা করেন। এটাও জানান যে বাসের চালক ও কন্ডাক্টরকে ‘স্বাস্থ্যসাথী’-র আওতায় আনা হবে। কিন্তু তাতেও বাস মালিকরা পথে বাস নামাতে রাজি হননি।
বাস মালিকদের অনড় অবস্থানের পর কড়া হাতে বিষয়টি নেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দেন তিনি বুধবার দেখবেন। তারপর বৃহস্পতিবার বাস বাজেয়াপ্ত করে রাজ্য সরকারই চালক দিয়ে বাস চালিয়ে নেবে। করোনা পরিস্থিতিতে কোনও ইগোর লড়াই চালাতে বাস মালিকদের নিষেধ করেন তিনি। মুখ্যমন্ত্রীর এই কড়া মন্তব্যে কাজ হয়। বাস মালিকরা অনড় অবস্থান বদলে ফেলেন। বৃহস্পতিবার থেকে যথেষ্ট বেসরকারি বাস রাস্তায় নামে। স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রীরা।