রাইটার্স বিল্ডিংয়ে গুলির শব্দ, মৃত কনস্টেবল
কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে শুক্রবার দুপুরে গুলির শব্দে ছুটে এলেন অনেকে।
কলকাতা : রাজ্য প্রশাসনের মুখ্য কার্যালয় ছিল রাইটার্স বিল্ডিংই। স্বাধীনতার পর থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর রাইটার্স থেকে রাজ্য প্রশাসনের মুখ্য কার্যালয় সরিয়ে নিয়ে যাওয়া হয় হাওড়ার নবান্নে। যদিও কয়েকটি দফতর এখনও রাইটার্সেই রয়ে গেছে। সেইসঙ্গে রাইটার্সের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। সেই রাইটার্সেই শুক্রবার দুপুরে গুলির শব্দে হৈচৈ শুরু হয়।
রাইটার্সের ৬ নম্বর গেটে কর্মরত ছিলেন কলকাতা পুলিশের কনস্টেবল ৩৪ বছরের বিশ্বজিৎ কারক। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা বিশ্বজিৎ ৬ নম্বর গেটে প্রহরায় থাকাকালীন বিকেল সাড়ে ৩টে নাগাদ একটি গুলির শব্দ পাওয়া যায়। ছুটে যান সকলে। দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে বিশ্বজিতবাবু। নিজের সার্ভিস রাইফেল থেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি।
দ্রুত বিশ্বজিতবাবুকে সেখান থেকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যান পুলিশকর্মীরা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বিশ্বজিতবাবু বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন। অবসাদ কাটাতে ওষুধও খেতেন। এখন সেই অবসাদ থেকেই তিনি আত্মঘাতী হলেন, নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।