রাজ্যে একদিনে রেকর্ড উচ্চতায় সংক্রমণ, আক্রান্ত ৮৯৫
একদিনে রাজ্যে প্রায় হাজারের কাছে সংক্রমণ পৌঁছে গেল। যা এ রাজ্যে করোনা সংক্রমণের আতঙ্ককে নতুন করে বাড়িয়ে দিল।
কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ প্রতিদিনই লাফ দিচ্ছে। দৈনিক সংক্রমণ আগের দিনের সংক্রমণের রেকর্ড ভেঙে দিচ্ছে। রবিবার সকাল ৯টা পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৮৯৫ জন। প্রায় ১ হাজারের কাছে একদিনে সংক্রমণ পৌঁছে যাওয়া শুধু রেকর্ডই গড়ল না, মানুষের মধ্যে আতঙ্ক অনেকটা বাড়িয়ে দিল। গত একদিনে ১১ হাজার ১৬টি নমুনা পরীক্ষা করে ৮৯৫ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে।
একদিনে ৮৯৫ জনের দেহে করোনা পজিটিভ পাওয়ার পর রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজারের গণ্ডি পার করে গেল। রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ২২ হাজার ১২৬ জন। অন্যদিকে সংক্রমণ যখন দিনে দিনে লাফ দিচ্ছে তখন মৃত্যুও বাড়ছে। গত একদিনে রাজ্যে রেকর্ড সংখ্যক মানুষের প্রাণ কেড়েছে করোনা। ২১ জন একদিনে মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। ফলে রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫৭ জন। রাজ্যে গত একদিনে কলকাতায় ৮ জন, উত্তর ২৪ পরগনায় ৮ জন, হাওড়ায় ২ জন, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি ও মালদায় ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।
রাজ্যে করোনায় মৃত্যু ও সংক্রমণের পাশাপাশি দৈনিক সুস্থও হয়ে উঠছেন অনেকে। গত একদিনে ৫৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৭১১ জন। সুস্থতার হার ৬৬.৪৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা