রাজ্যে ২৪ হাজারের দরজায় সংক্রমণ, ৮০০ পার মৃত্যু
রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গেল ২৪ হাজারের দরজায়। মৃত্যু পার করল ৮০০-র গণ্ডি।
কলকাতা : রাজ্যে দৈনিক সংক্রমণ ৮০০-র ওপর থেকে নামার নাম নিচ্ছে না। রাজ্যে করোনা সংক্রমণে লাগাম পরবে কবে? এটাই এখন বড় প্রশ্ন। কারণ রাজ্যে সংক্রমণ প্রতিদিনই লাফ দিচ্ছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৮৫০ জন। যার হাত ধরে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা এদিন ২৪ হাজারের কাছে পৌঁছে গেল। রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ২৩ হাজার ৮৩৭ জন। যার মধ্যে অবশ্য করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা বর্তমানে ৭ হাজার ২৪৩ জন। ১০ হাজার ১৩০টি নমুনা পরীক্ষা করে ৮৫০ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে।
করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের পাশাপাশি রাজ্যে একদিনে করোনায় মৃতের সংখ্যাও এদিন রেকর্ড গড়েছে। গত একদিনে মৃত্যু হয়েছে ২৫ জনের। এখনও পর্যন্ত একদিনে রাজ্যে করোনায় এত মানুষের মৃত্যু হয়নি। যার হাত ধরে রাজ্যে করোনায় মৃতের মোট সংখ্যা ৮০০ পার করে গেল। মোট সংখ্যা দাঁড়াল ৮০৪ জন। গত ১ দিনে যে ২৫ জনের প্রাণ কেড়েছে করোনা তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১০ জনের, উত্তর ২৪ পরগনায় ৯ জনের, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জনের। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে ১ জন করে মানুষের মৃত্যু হয়েছে করোনায়।
রাজ্যে করোনায় মৃত্যু ও সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সুস্থতার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ৫৫৫ জন করোনা সারিয়ে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে মোট করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৭৯০ জন। সুস্থতার হার ৬৬.২৪ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা