রাত পোহালেই মাধ্যমিকের রেজাল্ট আউট
কাল অর্থাৎ বুধবার প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট। জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা : ফেব্রুয়ারির শেষে শেষ হয়েছে পরীক্ষা। তারপর কেটে গেছে সাড়ে ৪ মাস। এতদিন দেরি হয়না মাধ্যমিকের রেজাল্ট আউটের। কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতিতে কোনও কিছুই আর নিয়মে বাঁধা নেই। অবশেষে ১৫ জুলাই বার হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট। মঙ্গলবার একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক জনজীবনকে ফেব্রুয়ারিতে প্রভাবিত করতে পারেনি। তাই সে সময় শেষ হওয়ায় মাধ্যমিকের সব পরীক্ষা নির্বিঘ্নেই হয়। তাই রেজাল্টও সব পরীক্ষার ভিত্তিতে যেমন প্রতিবার বার হয় তেমনই হচ্ছে। সকাল ১০টায় ফল প্রকাশিত হবে। wbbse.org-এ সকাল সাড়ে ১০টা থেকে ফল দেখতে পাওয়া যাবে।
মুখ্যমন্ত্রী রেজাল্ট আউটের আগেই পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন। এও জানিয়েছেন যাঁদের ফল কিছুটা খারাপ হবে তারা যেন আশা না হারিয়ে আগামী পরীক্ষার জন্য ভাল করে প্রস্তুতি নেয়। মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, উচ্চমাধ্যমিকের ফল শুক্রবার ঘোষণা হতে পারে। এবার উচ্চমাধ্যমিকে ৪টি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।