মাধ্যমিকে এবারও জয়জয়কার, প্রথম ১০-এ নেই কলকাতা
মাধ্যমিকে জেলার জয়জয়কার বেশ কয়েক বছর ধরেই চলছে। এবার তা আরও বাড়ল। প্রথম ১০-এ নেই কলকাতা।
কলকাতা : মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল করোনা ছড়ানোর আগেই। ফেব্রুয়ারির শেষে। ফলে পুরো পরীক্ষা একদম চিরাচরিত নিয়ম মেনে হওয়ায় তার মেধাতালিকাও প্রকাশিত হয়েছে। যাতে দেখা গেছে ৯৯.১৪ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছে অরিত্র পাল। ৬৯৪ নম্বর পাওয়া অরিত্র পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইন্সটিটিউশন-এর ছাত্র। অরিত্রর চেয়ে ১ নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থানে ২ জন রয়েছে। বাঁকুড়ার ওন্দা হাইস্কুলের সায়ন্তন গড়াই এবং পূর্ব বর্ধমানের কাটোয়া কাশীরাম দাস ইন্সটিটিউশনের ছাত্র অভীক দাস। ৬৯০ পেয়ে তৃতীয় হয়েছে রহড়ার অরিত্র মাইতি, পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা মহাপাত্র এবং বাঁকুড়ার সৌম্য পাঠক। ৩ জনই ৬৯০ নম্বর পেয়েছে।
এবার মাধ্যমিকের মেধাতালিকায় নাম পাওয়া যায়নি কলকাতার। প্রথম ১০ স্থানের মধ্যে জায়গা করে নিতে পারেনি কলকাতার কোনও স্কুলের ছাত্রছাত্রী। একটা সময় ছিল কলকাতার দাপট মাধ্যমিকে চোখে পড়ার মত ছিল। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরেই কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলা। এবার কলকাতা প্রথম ১০-এই জায়গা পেল না।
এবার মাধ্যমিকে গত বারের তুলনায় পাশের হার বেড়েছে। পাশ করেছে ৮৬.৩৪ শতাংশ ছাত্রছাত্রী। মাধ্যমিকে এবার ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় ছিল বেশি। যদিও পাশের হারে ছাত্রীরা ছাত্রদের থেকে কিছুটা পিছনে পড়েছে। আগামী ২২ জুলাই সব স্কুলে মার্কশিট দেওয়া হবে। এবার নিয়ম করোনা পরিস্থিতিতে বদল হয়েছে। করোনা নিয়মবিধি মেনে মার্কশিট দেওয়া হবে অভিভাবকদের হাতে। ছাত্রছাত্রীদের হাতে নয়। প্রতি বছর মাধ্যমিকের রেজাল্ট আউটের দিনই আগামী বছরের মাধ্যমিকের সূচি দিয়ে দেওয়া হয়। এবার করোনা পরিস্থিতিতে তা জানায়নি পর্ষদ।