রাজ্যে করোনায় মৃত্যু ১ হাজার ছুঁল
৪ অঙ্ক ছুঁয়ে ফেলল রাজ্যে করোনায় মৃতের সংখ্যা। ১ হাজার ছুঁয়ে ফেলল মৃত্যু।
কলকাতা : রাজ্যে করোনায় মৃত্যু বাড়তে বাড়তে এবার ১ হাজার ছুঁয়ে ফেলল। গত একদিনে ২০ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যার হাত ধরে রাজ্যে এখন করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার। ৩ অঙ্ক ছেড়ে এবার ৪ অঙ্কে প্রবেশ করল রাজ্যে করোনায় মৃতের সংখ্যা। এদিন যে ২০ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় ৯ জনের ও উত্তর ২৪ পরগনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাওড়ায় ৩ জন এবং পশ্চিম বর্ধমান ও হুগলিতে ১ জন করে মানুষ প্রাণ হারিয়েছেন করোনায়।
করোনায় মৃত্যু যখন এদিন ১ হাজার ছুঁয়ে ফেলল তখন রাজ্যে সংক্রমণও ২ দিন একটু কমার দিকে থাকার পর গত একদিনে লাফ দিয়ে ফের প্রায় ১৬০০-র দরজায় পৌঁছে গেল। গত একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫৮৯ জন। যার হাত ধরে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ৩৪ হাজার পার করে গেল। রাজ্যে এখন মোট সংক্রমিতের সংখ্যা ৩৪ হাজার ৪২৭ জন।
রাজ্যে করোনায় মৃত্যু ও সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সুস্থতার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৪৯ জন করোনা সারিয়ে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে মোট করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিন ২০ হাজারের গণ্ডি পার করল। রাজ্যে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৬৮০ জন। সুস্থতার হার ৬০.০৬ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা