Kolkata

রাজ্য সরকারি কর্মচারিদের ডিউটি নিয়ে নয়া সিদ্ধান্ত

রাজ্য সরকারি কর্মচারিদের অফিস করা নিয়ে নয়া সিদ্ধান্ত নিল রাজ্যসরকার। বদলাল পুরনো নিয়ম।

কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ হুহু করে বাড়ছে। সেকথা মাথায় রেখে রাজ্য সরকারি কর্মচারিদের জন্য পুরনো নিয়ম বদলে নতুন নিয়মের রাস্তায় হাঁটল রাজ্য প্রশাসন। রাজ্যে এতদিন ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলছিল। তাও ২ শিফটে কাজের কথা আগেই ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই নিয়মে বদল আনা হল।

রাজ্য সরকারি দফতরগুলি এবার ৭০ শতাংশ রাজ্য সরকারি কর্মচারি নয়, ৫০ শতাংশ রাজ্য সরকারি কর্মচারিতে কাজ চালাবে। এই নিয়ম ৩০ জুলাই পর্যন্ত থাকছে। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত বদলও করতে পারে সরকার। এদিকে রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বিশেষত কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের।


রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন চলছে। যা ১৯ জুলাই পর্যন্ত থাকছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। এছাড়া কলকাতা সহ ৫টি শহরে কড়া লকডাউন থাকছে। করোনা চেন ভাঙতে আনলক পর্বে নতুন করে লকডাউন সেই পুরনো পরিস্থিতি আবার ফিরিয়ে আনছে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button