রাজ্যে একদিনে করোনায় রেকর্ড মৃত্যু
একদিনে রাজ্যে করোনায় মৃত্যু নতুন উচ্চতা ছুঁল। একদিনে মৃত্যু হল ৩৬ জনের। বাড়ল একদিনে সংক্রমণও।
কলকাতা : একদিনে রাজ্যে করোনা সংক্রমণ আরও বাড়ল। গত একদিনে ২ হাজার ২৭৮ জন নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন। ১৩ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করে এই নতুন করোনা সংক্রমণের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমণ গিয়ে দাঁড়াল ৪২ হাজার ৪৮৭ জন। যে গতিতে করোনা সংক্রমণ রাজ্যে বাড়ছে তাতে মানুষের চিন্তার ভাঁজ ক্রমশ পুরু হচ্ছে।
রাজ্যে যখন করোনা সংক্রমণ দিনে দিনে লাফ দিচ্ছে, তখন গত একদিনে করোনায় মৃত্যু রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এই প্রথম রাজ্যে একদিনে করোনায় মৃত্যু হল ৩৬ জনের। ফলে রাজ্যে করোনায় প্রাণ হারালেন এখনও পর্যন্ত ১ হাজার ১১২ জন। গত একদিনে যে ৩৬ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৫ জনের। এছাড়া উত্তর ২৪ পরগনায় ৯ জন, হুগলিতে ৪ জন, হাওড়ায় ৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ১ জন করে প্রাণ হারিয়েছেন করোনায়।
রাজ্যে যখন করোনা ছড়াচ্ছে হুহু করে, তখন করোনা সারিয়ে অনেকে ঘরেও ফিরছেন। গত একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনা সারিয়ে বাড়ি ফিরেছেন। একদিনে এত মানুষ এর আগে করোনামুক্ত হয়ে এর আগে ফেরেননি। গত একদিনে রাজ্যে করোনা সারিয়ে ফিরেছেন ১ হাজার ৩৪৪ জন। ফলে রাজ্যে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৮৮৩ জনে। সুস্থতার হার ৫৮.৫৬ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা