রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার পার
রাজ্যে করোনা সংক্রমণ গত ৩ দিনে প্রায় একই জায়গা ধরে রেখেছে। এদিন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার পার করেছে।
কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ দৈনিক ২ হাজারের নিচে নামার কোনও লক্ষণ নেই। গত ৩ দিন ধরেই ২ হাজারের ওপর সংক্রমণ পাওয়া যাচ্ছে। গত একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৬১ জন। ১৩ হাজার ৬৪টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া গিয়েছে। ফলে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ৪৭ হাজার পার করল। এখন রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ৪৭ হাজার ৩০ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৭ হাজার ৮১৩ জন।
সংক্রমণের পাশাপাশি মৃত্যুও কিন্তু দৈনিক প্রায় একই সংখ্যায় দাঁড়িয়েছে। গত একদিনে ৩৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন। ফলে রাজ্যে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৮২ জন। মৃত্যুর হার ৩ শতাংশের নিচে। যা আরও নামাতে চান বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। গত একদিনে যে ৩৫ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৬ জনের, উত্তর ২৪ পরগনায় ১৩ জনের। এছাড়া হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় ২ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।
রাজ্যে সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি দ্রুত বাড়ছে সুস্থতা। গত একদিনে ১ হাজার ৬১৭ জন সুস্থ হয়ে ফিরেছেন। যা কার্যত একদিনে সুস্থতার নিরিখে রেকর্ড। রাজ্যে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ২৮ হাজার পার করেছে। রাজ্যে এখন মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ২৮ হাজার ৩৫ জন। সুস্থতার হারও আগের দিনের তুলনায় বেড়েছে। গত একদিনে সুস্থতার হার দাঁড়িয়েছে ৫৯.৬১ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা