একদিনে আক্রান্তে নতুন রেকর্ড, ৫০ হাজার পার সংক্রমণ
গত একদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল আড়াই হাজারের দরজায়।
কলকাতা : রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড ছুঁল। গত একদিনে রাজ্যে করোনা সংক্রমণ প্রায় আড়াই হাজারের কাছে পৌঁছে গেছে। ২ হাজার ৪৩৬ জন গত একদিনে এ রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন। ১৪ হাজার ৫৫৮টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া গিয়েছে। যার হাত ধরে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৫০ হাজার পার করে গেল। এখন রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৫১ হাজার ৭৫৭ জন।
রাজ্যে করোনা সংক্রমণ যখন হুহু করে বাড়ছে তখন মৃত্যুও বাড়ছে। গত একদিনে রাজ্যে ৩৪ জন করোনায় প্রাণ হারিয়েছেন। ফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৫৫ জন। গত একদিন যে ৩৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৯ জনের, উত্তর ২৪ পরগনায় ৬ জনের। এছাড়া হাওড়ায় ৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, হুগলিতে ১ জন, পূর্ব বর্ধমানে ১ জন, পশ্চিম মেদিনীপুরে ১ জন, বীরভূমে ১ জন প্রাণ হারিয়েছেন।
রাজ্যে করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়ার পাশাপাশি সুস্থতাও বাড়ছে। গত একদিনে করোনা সারিয়ে ফিরেছেন ২ হাজার ৬ জন। যা কার্যত রেকর্ড। ২ হাজারের ওপর সুস্থতা একদিনে এর আগে কখনও হয়নি এ রাজ্যে। যার হাত ধরে রাজ্যে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ৬৫৬ জন। সুস্থতার হারও বেড়েছে। রাজ্যে এখন সুস্থতার হার ৬১.১৬ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা