
অবশেষে বৃষ্টিতে ভিজলেন প্রবল গরমে নাজেহাল শহরবাসী। সোমবার সকাল থেকেই আকাশে মেঘের আনা গোনা। বেলা বাড়তে তা জমাট বাঁধতে শুরু করে। তারপর শুরু হয় বৃষ্টি। তবে শহরের সব জায়গায় এই বৃষ্টি হয়নি। কিছু জায়গায় আবার ঝেঁপে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি হলেও তা ছিল ক্ষণস্থায়ী। যার ফলে বৃষ্টির পর গরমে, ঘামে অস্বস্তি আর বাড়ে। তবে এখনই বর্ষার বৃষ্টি শুরুর সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বরং গরমে আরও কয়েকদিন নাজেহাল হতে হবে বলেই পূর্বাভাস। ফলে মাঝেমধ্যে স্থানীয় মেঘের বৃষ্টি সাময়িক রেহাই দিলেও তাতে অস্বস্তি কমছে না শহরবাসীর।