করোনা কাড়ল লালবাজারের পুলিশ আধিকারিকের জীবন
লালবাজারে কর্মরত এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের জীবন গেল করোনায়। শোকপ্রকাশ করলেন কলকাতা পুলিশের নগরপাল।
কলকাতা : লালবাজারে কর্মরত ছিলেন তিনি। ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিক অভিজ্ঞান মুখোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। করোনা পজিটিভ আসে তাঁর। শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। অভিজ্ঞান মুখোপাধ্যায়ের মৃত্যুতে এবার করোনা ঢুকে পড়ল কলকাতা পুলিশের প্রধান কার্যালয়েও।
অভিজ্ঞান মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা। ট্যুইট করে তিনি শোক ব্যক্ত করেন। মৃত পুলিশ আধিকারিকের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। জানান তাঁর সহকর্মী অভিজ্ঞান মুখোপাধ্যায় পরিশ্রমী, দক্ষ পুলিশ আধিকারিক ছিলেন। তাঁর মৃত্যুতে তিনি গভীরভাবে দুঃখিত।
কলকাতা সহ দেশের অনেক জায়গাতেই পুলিশ আধিকারিক ও কর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনা অতিমারিতে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে কাজ করছে পুলিশ। জীবনের ঝুঁকি নিয়েও আইনশৃঙ্খলা রক্ষার কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে তাঁর অফিসের ৩ কর্মী করোনা আক্রান্ত হওয়ায় হোম কোয়ারেন্টিনে চলে গেছেন বীরভূমের জেলাশাসক।