রাজ্যে সুস্থতার হার বেড়ে ৬৫ শতাংশের ওপর
রাজ্যে করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বাড়ছে। যা এদিন ৬৫ শতাংশ ছাড়াল।
কলকাতা : গত একদিনে রাজ্যে করোনা সংক্রমণ ২ হাজারের ওপরেই রইল। তবে এদিন সামান্য হলেও স্বস্তির কারণ রয়েছে। গত একদিনে রাজ্যে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ২ হাজার ১১২ জন। ২ হাজারের ওপরই সংক্রমণ ঘোরাফেরা করছে এটাও যেমন ঠিক, তেমনই এটাও ঠিক যে তা পাওয়া গিয়েছে ১৭ হাজারের ওপর নমুনা পরীক্ষা করে। অর্থাৎ নমুনা পরীক্ষা বাড়লেও সংক্রমণ প্রায় একই জায়গায় ঘোরাফেরা করছে। রাজ্যে এখন মোট করোনা সংক্রমিত ৬০ হাজার ৮৩০ জন।
করোনা সংক্রমণ যেমন বাড়ছে তেমনই বাড়ছে মৃত্যু। করোনায় গত একদিনে মৃত্যু হয়েছে ৩৯ জনের। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪১১ জন। গত একদিনে যে ৩৯ জনের মৃত্যু হয়েছে তারমধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১০ জনের। এদিন উত্তর ২৪ পরগনা মৃত্যুতে হার মানিয়েছে কলকাতাকেও। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এর বাইরে হুগলিতে ৩ জন, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, হাওড়া ও দার্জিলিংয়ে ২ জন করে এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মালদা ও জলপাইগুড়িতে ১ জন করে প্রাণ হারিয়েছেন।
সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি এদিন কিন্তু রাজ্যে সুস্থতার হার নজরকাড়া অবস্থায় পৌঁছেছে। গত একদিনে ২ হাজার ১৬৬ জন করোনামুক্ত হয়েছেন। রাজ্যে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এরফলে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৯১৭ জন। শতাংশের হিসাবে সুস্থতার হার পৌঁছে গেছে ৬৫.৬২ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা