রাজ্যে একদিনে মৃত ৪১, বাড়ল সুস্থতার হারও
রাজ্যে এখনও পর্যন্ত একদিনে এতজনের মৃত্যু হয়নি। বুধবার করোনায় মারা গেলেন ৪১ জন।
কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ দৈনিক একই জায়গায় ঘুরছে। ২ হাজারের ওপর থাকলেও তা খুব লাফ দিচ্ছে না। গত একদিনে রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৯৪ জন। ১৭ হাজার ১৪৪টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমিতের সংখ্যা পাওয়া গিয়েছে। ফলে রাজ্যে এখন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ২৫৮ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৫২ জন।
রাজ্যে সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত একদিনে ৪১ জনের মৃত্যু হয়েছে করোনায়। যা এখনও পর্যন্ত রেকর্ড। একদিনে রাজ্যে এত মানুষ করোনায় মারা যাননি এর আগে। রাজ্যে এখন মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৯০ জন। গত একদিনে যে ৪১ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মারা গেছেন ১৭ জন। এছাড়া উত্তর ২৪ পরগনায় ৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন, হাওড়ায় ৪ জন মারা গেছেন। এর বাইরে দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ১ জন করে করোনায় প্রাণ হারিয়েছেন।
সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি নজরকাড়া ভাবে রাজ্যে বাড়ছে সুস্থতার হার। প্রতিদিনই তা বেড়ে চলেছে। এটা যথেষ্ট সদর্থক বার্তা দিচ্ছে রাজ্যবাসীকে। গত একদিনে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯৪ জন। যারফলে রাজ্যে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ১১৬ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৭.৬০ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা