রাজ্যে একদিনে রেকর্ড মৃত্যু, সুস্থতার হারও বাড়ল
রাজ্যে এখনও পর্যন্ত একদিনে এতজনের মৃত্যু হয়নি। বৃহস্পতিবার করোনায় মারা গেলেন ৪৬ জন।
কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ দৈনিক একই জায়গায় ঘুরছিল। তবে নমুনা পরীক্ষা আরও বাড়ায় এদিন সংক্রমণের সংখ্যাও কিছুটা বেড়েছে। পৌঁছে গেছে আড়াই হাজারের কাছে। গত একদিনে রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৩৪ জন। ১৮ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমিতের সংখ্যা পাওয়া গিয়েছে। ফলে রাজ্যে এখন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৬৭ হাজার ৬৯২ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৯ হাজার ৯০০ জন।
রাজ্যে সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত একদিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। যা এর আগে কখনও হয়নি। গত একদিনে ৪৬ জনের মৃত্যু হয়েছে করোনায়। যা এখনও পর্যন্ত রেকর্ড। রাজ্যে এখন মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৩৬ জন। গত একদিনে যে ৪৬ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মারা গেছেন ১৬ জন। এছাড়া উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। মৃত্যু ও সংক্রমণের নিরিখে জেলা ভিত্তিক হিসাবে কলকাতার পর দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এছাড়া হাওড়ায় ৯ জন মারা গেছেন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, হুগলিতে ২ জন, মুর্শিদাবাদে ২ জনের মৃত্যু হয়েছে। ১ জন করে মারা গেছেন পশ্চিম মেদিনীপুর ও উত্তর দিনাজপুরে।
সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি নজরকাড়া ভাবে রাজ্যে বাড়ছে সুস্থতার হার। প্রতিদিনই তা বেড়ে চলেছে। এটা যথেষ্ট সদর্থক বার্তা দিচ্ছে রাজ্যবাসীকে। গত একদিনে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১৪০ জন। যার ফলে রাজ্যে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৪৬ হাজার ২৫৬ জন। এদিন সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৮.৩৩ শতাংশ। এখন প্রতিদিনই দেখা গেছে ১ শতাংশ করে সুস্থতার হার রাজ্যে বাড়ছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা