ছড়াচ্ছে করোনা, ফের বন্ধ হচ্ছে বেলুড় মঠ
করোনার জেরে মার্চ থেকে বন্ধ ছিল বেলুড় মঠের দরজা। মাঝে খুললেও ফের বন্ধ হচ্ছে বেলুড় মঠের দরজা।
কলকাতা : করোনার জেরে মার্চ মাসেই বন্ধ হয়ে গিয়েছিল বেলুড় মঠের দরজা। বেলুড় মঠে ভক্তদের প্রবেশ নিষেধ হয়ে যায়। তারপর থেকে টানা ৮২ দিন বন্ধ ছিল বেলুড় মঠের দরজা। এরপর গত ১৫ জুন খুলে যায় বেলুড় মঠের দরজা। আনলক ১ পর্বেই খুলে গিয়েছিল বেলুড় মঠ। তারপর থেকে খোলাই ছিল দরজা। তবে করোনা বিধি মেনে চলছিল ভক্তদের প্রবেশ। কিন্তু রাজ্যে যেভাবে করোনার প্রকোপ বাড়ছে তাতে নতুন করে সর্বত্র একটা চিন্তার পরিবেশ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় তারাপীঠের মন্দির বন্ধ করা হয়েছে। এবার বেলুড় মঠও বন্ধ হচ্ছে ভক্তদের জন্য।
বেলুড় মঠ রবিবার অর্থাৎ ২ অগাস্ট থেকে বন্ধ হচ্ছে ভক্তদের জন্য। রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত বন্ধই থাকবে বেলুড় মঠ। কবে তা ফের খুলবে তা অবশ্য জানানো হয়নি। গত ১৫ জুন বেলুড় মঠের দরজা খুলে গিয়েছিল সাধারণ ভক্তদের জন্য। তবে বিধিনিষেধ ছিল যথেষ্ট কড়া। ৬ ফুট অন্তর গোল দাগ কেটে দর্শনার্থীদের দাঁড়ানোর বন্দোবস্ত করা হয়েছিল। দরজা পার করার আগে হচ্ছিল থার্মাল স্ক্রিনিং। হাতে দেওয়া হচ্ছিল স্যানিটাইজার।
থার্মাল স্ক্রিনিং-এ শরীরের তাপমাত্রা বেশি পেলে আর ঢুকতে দেওয়া হচ্ছিল না মঠ চত্বরে। মঠের প্রধান মন্দির ছাড়া ব্রহ্মানন্দ মন্দির ও সারদা দেবী ও স্বামীজির সমাধিক্ষেত্র দেখার অনুমতি মিলছিল। গঙ্গার ধারে বসা ছিল নিষিদ্ধ। তাছাড়া ১০ জনের বেশি মানুষকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। ফলে সতর্কতায় কোথাও খামতি ছিলনা। কিন্তু বেলুড় মঠের আশপাশের এলাকাতেও বাড়ছে করোনা রোগী। গোটা রাজ্যেই বাড়ছে। তাই এই পরিস্থিতিতে আর বেলুড় মঠ খুলে রাখার মত ভরসা পেল না রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ।