একদিনে আড়াই হাজার পার রোগী, ২০ হাজার পার নমুনা পরীক্ষা
রাজ্যে একদিনে আড়াই হাজার পার করল করোনা রোগীর সংখ্যা। একদিনে নতুন করে করোনার কোপে পড়া এই সংখ্যার হদিশ মিলল ২০ হাজারের ওপর নমুনা পরীক্ষায়।
কলকাতা : রাজ্যে এর আগে কখনও একদিনে আড়াই হাজার পার করেনি করোনা রোগীর সংখ্যা। এই প্রথম তা আড়াই হাজারি গণ্ডি পার হল। ফলে সেই অর্থে এদিন রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমিত হলেন। গত একদিনে রাজ্যে নতুন করোনা রোগী পাওয়া গিয়েছে ২ হাজার ৫৮৯ জন। এদিকে ২০ হাজারের ওপর এই প্রথম নমুনা পরীক্ষা হল রাজ্যে।
গত কয়েকদিনে প্রতিদিনই ১ হাজার করে বেড়েছে নমুনা পরীক্ষা। এদিন তা ২০ হাজার পার করেছে। গত একদিনে ২০ হাজার ৬৫টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৮৯ জন করোনা রোগীর হদিশ মিলেছে। যার হাত ধরে রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৭২ হাজার ৭৭৭ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২০ হাজার ৬৩১ জন।
রাজ্যে করোনা রোগী যখন হুহু করে বাড়ছে তখন মৃত্যুও রেকর্ড গড়ছে। গত একদিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে রাজ্যে। ৪৮ জন প্রাণ হারিয়েছেন করোনায়। যার হাত ধরে রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬২৯ জন। গত একদিনে যে ৪৮ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৯ জন, উত্তর ২৪ পরগনায় ১৩ জন, হাওড়ায় ৬ জন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, পূর্ব মেদিনীপুরে ২ জন এবং উত্তর দিনাজপুরে ২ জন করে মানুষের মৃত্যু হয়েছে। ১ জন করে মারা গেছেন জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলিতে।
রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২ হাজার ১৪৩ জন করোনা রোগী সুস্থ হয়ে ফিরেছেন। যার হাত ধরে এদিন ৫০ হাজার পার করল রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যা। রাজ্যে এখন করোনামুক্ত মানুষের সংখ্যা ৫০ হাজার ৫১৭ জন। সুস্থতার হার ৭০ শতাংশের দরজায় পৌঁছে গেছে। সুস্থতার হার ৬৯.৪১ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা