
একই দিনে ৩টি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরে। সকালে আগুন লাগে গোলপার্কের একটি রেস্তোরাঁয়। দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দ্বিতীয় আগুনটি লাগে দুপুরে। ভবানীপুরের পুলিশ হাসপাতালের গুদামে। হাসপাতাল হওয়ায় আতঙ্ক ছড়ায়। পরে দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর-বিকেল নাগাদ আগুন লাগার খবর আসে দরগা রোড থেকে। সেখানে একটি গাড়ির শো-রুমের তিন তলায় আগুন লেগে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি নতুন গাড়ি। পরে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।