আগুন নেভাতে দমকলে এল ৪টি আধুনিক রোবট
আগুন লাগলে তা নিয়ন্ত্রণ করতে দমকলকর্মীরাই ভরসা। সেই দমকলকর্মীদের জটিল আগুন নেভাতে ভরসা দিতে হাজির রাজ্যের দমকল বিভাগে ৪টি আধুনিক রোবট।
কলকাতা : কোথাও আগুন লাগলে তা নেভাতে ডাক পড়ে দমকলের। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। কোনও মানুষ আটকে থাকলে তাঁকেও আগুনের মধ্যে থেকে বার করে আনেন। কিন্তু এ কাজে দমকলকর্মীদের জীবনের ঝুঁকি থেকেই যায়। এমন অনেক আগুন লাগে যেখানে আগুনের উৎসে পৌঁছতে দমকলকর্মীদের হিমসিম খেতে হয়। নিজেরা অগ্নিদগ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। এমন জটিল জায়গায় এবার আর দমকলকর্মী নন পৌঁছে যাবে রোবট। সেই রোবটই সেখানে হাজির হয়ে আগুনে জল ঢালতে শুরু করবে। নেভাবে আগুন।
বৃহস্পতিবার দমকলকর্মীদের ঝুঁকি কমাতে রাজ্যের দমকল বিভাগে যোগ দিল ৪টি স্বয়ংক্রিয় রোবট। রোবটগুলি ৬টি চাকা বিশিষ্ট। সেগুলি রিমোট দ্বারা চালিত হয়। নিজেরাই জল দিতে সক্ষম, আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম। রোবটে রয়েছে ক্যামেরা। সেই ক্যামেরায় দেখা যাবে রোবট যেখানে পৌঁছেছে সেখানে আগুনের পরিস্থিতি কী। যা দেখে বাইরে থেকে তাকে নির্দেশ পাঠানো যাবে। রোবট সেইমত কাজ করবে।
এমন অনেক গর্ত বা নিচু জায়গায় আগুন লাগে যে সেখানে মানুষের পৌঁছতে অনেক দেরি হয় বা এতটাই সংকীর্ণ জায়গায় আগুনটা লেগে থাকে যে সেখানে মানুষের পৌঁছনো সম্ভবই নয়। সেখানে কিন্তু অক্লেশে পৌঁছে যাবে এই রোবট দমকলকর্মী।
বৃহস্পতিবার বৃষ্টি ভেজা ময়দানে এই ৪টি দেশীয় প্রযুক্তিতে তৈরি রোবটের উদ্বোধন করেন দমকলমন্ত্রী সুজিত বসু। রোবটগুলি কীভাবে কাজ করবে তাও এখানে হাতে কলমে করে দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকলের পদস্থ আধিকারিকরা। রোবটগুলি কিনতে রাজ্য সরকারের ৪ কোটি টাকার ওপর খরচ হয়েছে। তবে এই রোবট হাতে আসার পর রাজ্যের দমকল বিভাগের শক্তি ও সক্ষমতা যে অনেকটাই বাড়ল তা বলাই বাহুল্য। কারণ এখন আর জটিল আগুনের ক্ষেত্রে আগুনের উৎসে পৌঁছতে দীর্ঘ সময় লাগবে না। কারণ এখন রোবট পৌঁছে যাবে সেখানে। নিভিয়ে দেবে আগুন।