রাজ্যে ২ হাজার পার করল করোনায় মৃত্যু
২ হাজারের অঙ্ক এবার পার করে গেল রাজ্যে করোনায় মৃতের সংখ্যা। ৩ দিন ধরে একই জায়গায় দৈনিক রোগী বৃদ্ধি।
কলকাতা : রাজ্যে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিনই তা কিছু কিছু করে বাড়ছে। গত একদিনে সেই সংখ্যা আরও বেড়েছে। গত একদিনে আগের ২ দিনের মতই করোনা রোগীর সংখ্যা ঠেকেছে ৩ হাজারের দরজায়। গত একদিনে রাজ্যে করোনা রোগী পাওয়া গিয়েছে ২ হাজার ৯৪৯ জন। এই নতুন রোগী গত একদিনে পাওয়া গিয়েছে ২৫ হাজারের ওপর নমুনা পরীক্ষা থেকে। রাজ্যে গত ৩ দিন ধরে ২৫ হাজারের ওপর নমুনা পরীক্ষা হচ্ছে। নমুনা পরীক্ষা যত বাড়বে ততই রোগীর সংখ্যাও বাড়বে। একথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ১৪৮টি। তারমধ্যে ২ হাজার ৯৪৯ জনের দেহে করোনার হদিশ মিলেছে। রাজ্যে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯২ হাজার ৬১৫ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৫ হাজার ৪৮৬ জন।
রাজ্যে করোনায় মৃত্যুও বাড়ছে। গত একদিনে রাজ্যে ৫১ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যা আগের দিনের তুলনায় ১ জন কম। এখন দৈনিক করোনায় মৃতের সংখ্যা রাজ্যে ৫০-এর ওপরই ঘোরাফেরা করছে। গত একদিনে ৫১ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। যার হাত ধরে এদিন ২ হাজারের ঘরে ঢুকে গেল রাজ্যে করোনায় মৃত্যু। ২ হাজার পার করে এদিন রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫ জন।
গত একদিনে যে ৫১ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ২০ জন ও উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন। রাজ্যের মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনার অবস্থা সবচেয়ে শোচনীয়। এছাড়া হাওড়ায় প্রাণ হারিয়েছেন ৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, পশ্চিম বর্ধমানে ২ জন, নদিয়ায় ২ জন, দার্জিলিংয়ে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ১ জন এবং হুগলিতে ১ জন প্রাণ হারিয়েছেন।
রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২ হাজার ৬৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এই সংখ্যাটাও প্রতিদিন প্রায় একই জায়গায় ঘোরাফেরা করছে। সামান্য কমবেশি। যার হাত ধরে এদিন রাজ্যে করোনা মুক্ত মানুষের সংখ্যা ৬৫ হাজার পার করল। রাজ্যে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ৬৫ হাজার ১২৪ জনে পৌঁছেছে। রাজ্যে এদিন সুস্থতার হার দাঁড়িয়েছে ৭০.৩২ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা