Kolkata

প্রবেশ নিষেধ, তবু চিড়িয়াখানা ঘোরায় আর কোনও বাধা রইল না

করোনার কারণে এখন আলিপুর চিড়িয়াখানায় সাধারণের প্রবেশ নিষেধ। কিন্তু পশুপ্রেমীদের জন্য চিড়িয়াখানা ঘোরানোর অন্য ব্যবস্থা করল বন দফতর।

কলকাতা : করোনার কারণে সেই মার্চ মাস থেকেই অনেক বিনোদন স্থানেই প্রবেশ নিষেধ আমজনতার। যে তালিকায় কলকাতার আলিপুর চিড়িয়াখানাও রয়েছে। কলকাতা শহরের চেনা বিনোদন স্থানের মধ্যে অবশ্যই প্রথম তালিকায় জায়গা পায় চিড়িয়াখানা। ৪৬ একর জমির ওপর তৈরি এই সুবিশাল চিড়িয়াখানায় শীত তো বটেই, এমনকি গরমকালেও মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতন। সেখানেই কেউ এখন ঢুকতে পারছেন না।

যাঁরা আলিপুর চিড়িয়াখানা ঘোরা, পশুপাখি দেখা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁদের আশ মেটাতে এবার নয়া উদ্যোগ নিল রাজ্যের বন দফতর। যাঁরা চিড়িয়াখানা ঘুরতে চাইবেন তাঁদের জন্য শুরু হল ভার্চুয়াল ট্যুর। ঘরে বসেই চিড়িয়াখানা ভ্রমণ। ফেসবুক লাইভের মাধ্যমে এই ভ্রমণের সুযোগ মিলবে। দিনে ২ বার ১ ঘণ্টা করে হবে এই ভার্চুয়াল ট্যুর। একটি হবে সকালে ৯টা থেকে ১০টা পর্যন্ত। অন্যটি বিকেলে ৩টে থেকে ৪টে পর্যন্ত।


বিশ্বের যে কোনও প্রান্তে বসে থাকা কেউ ইচ্ছা করলেই ফেসবুক লাইভে ঠিক সেই সময় আলিপুর চিড়িয়াখানার পশুপাখিরা কী করছে তা স্বচক্ষে দেখতে পারবেন। তাও আবার ঘরে বসেই। রাজ্যের আলিপুর চিড়িয়াখানা বলেই নয়, এই ভার্চুয়াল ট্যুর মিলবে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক থেকেও। সেখানকার পশুপাখিদেরও দেখার সুযোগ মিলবে। সেই ফেসবুক লাইভেই মিলবে সুযোগ।

আলিপুর চিড়িয়াখানা হল দেশের সবচেয়ে পুরনো চিড়িয়াখানা। ১৮৭৬ সালে এই চিড়িয়াখানা তৈরি হয়। ৪৬ একর জমির ওপর গড়ে ওঠে এই চিড়িয়াখানা। প্রতিদিন প্রচুর মানুষের পা পড়ে এই চিড়িয়াখানায়। করোনা পরিস্থিতি কাটিয়ে কবে এই সব চিড়িয়াখানায় মানুষের প্রবেশাধিকার মিলবে তা এখনও পরিস্কার নয়। তবে তার আগে পশুপাখি দেখার সুযোগটা কিন্তু এবার হাতের মুঠোয় এসে গেল সকলের। শুধু ফেসবুকে চিড়িয়াখানার পেজে ঢুকে নির্দিষ্ট সময়ের লাইভে চোখ রাখলেই দেখা যাবে পশুপাখিরা তখন কী করছে। এটা বাড়ির ছোটদের জন্য হয়তো সবচেয়ে আনন্দের হতে চলেছে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button