Kolkata

হাসপাতালে ভর্তি করোনা রোগীর পরিস্থিতি জানাতে শুরু বিশেষ ব্যবস্থা

হাসপাতালে ভর্তি করোনা রোগীর পরিস্থিতি কেমন। সে চিন্তা পরিজনদের থাকে। তাঁদের তা জানাতে শুরু হল বিশেষ ব্যবস্থা।

কলকাতা : করোনা রোগীদের কোভিড হাসপাতালে ভর্তির পর তাঁদের শারীরিক অবস্থা কেমন তা হাসপাতালে ফোন করেই জানার চেষ্টা করছেন তাঁর পরিজনেরা। কারণ কোভিড ওয়ার্ডে দেখা করার কোনও উপায় নেই। ফলে পরিজনের চিন্তা থেকেই যায়। তিনি কেমন আছেন, তাঁর শরীর এখন কেমন, জ্বর এসেছে কিনা, সুস্থ হয়ে উঠছেন কিনার মত অনেক জিজ্ঞাসা মনের মধ্যে ঘুরে বেড়ায়। এবার থেকে ঘরে বসেই রোগীর পরিজনেরা কোভিড হাসপাতালে ভর্তি থাকা পরিজনের খোঁজ পাবেন একটা ক্লিকেই।

কোভিড পেসেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে চালু হতে চলেছে তা আগেই ঘোষণা করেছিল রাজ্যসরকার। সোমবার থেকে তা আনুষ্ঠানিকভাবে চালু হল। এর আওতায় রোগীর পরিবার সরকারি ওয়েবসাইটে তাঁর করোনা নিয়ে ভর্তি থাকা পরিজনের নাম লিখলে তাঁদের তরফে হাসপাতালে দেওয়া নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ড দিলেই তাঁর ভর্তি থাকা পরিজনের তখনকার শারীরিক পরিস্থিতির যাবতীয় তথ্য এসে যাবে।


রোগীর পরিজনেরা সেখানে দেখে নিতে পারবেন তাঁদের ভর্তি থাকা রোগী কেমন আছেন, তাঁর জ্বর আছে কিনা, তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে কিনা, তাঁর রক্তচাপ কেমন রয়েছে। এমনই তাঁর শরীর সম্বন্ধীয় নানা তথ্য তাঁদের সামনে ফুটে উঠবে। যা থেকে তাঁরা আপডেট থাকতে পারবেন তাঁদের ভর্তি থাকা রোগীর স্বাস্থ্য সম্বন্ধে। এই সুবিধা আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যের সব কোভিড হাসপাতালের ক্ষেত্রেই প্রযোজ্য হতে চলেছে।

রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এদিন বলেন, এটা গোটা দেশে প্রথম চালু হল। এই কোভিড পেসেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালুর কিন্তু প্রশংসা হচ্ছে সর্বত্র। যাঁদের রোগী ভর্তি রয়েছেন তাঁরা তো বটেই, যাঁদের এই সুবিধার প্রয়োজন নেই তাঁরাও খুশি এই ব্যবস্থা চালু হওয়ায়। সারা দেশে এই ব্যবস্থা প্রথম হলেও এমন ব্যবস্থা সারা দেশেই চালু হওয়া উচিত বলে মনে করছে আম জনতা। প্রসঙ্গত রাজ্যে এখন ৮৪টি কোভিড হাসপাতাল রয়েছে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button