Kolkata

অনেক ফাঁকা বেড রয়েছে, অক্সিজেনের অভাব নেই, জানালেন মুখ্যসচিব

রাজ্যে করোনা রোগীদের চিকিৎসার জন্য কোভিড হাসপাতালগুলিতে প্রচুর ফাঁকা বেড রয়েছে। অক্সিজেনেরও কোনও সমস্যা নেই। জানালেন রাজ্যের মুখ্যসচিব।

কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বসেই রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা সোমবার নবান্ন থেকে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন যে করোনা চিকিৎসা নিয়ে আতঙ্কের কিছু নেই। রাজ্যে যত কোভিড হাসপাতাল রয়েছে সেখানে সব মিলিয়ে এখন ৩৫ শতাংশ বেডেই রোগী রয়েছেন। বাকিটা ফাঁকা। ফলে যথেষ্ট বেড রয়েছে কোভিড হাসপাতালগুলিতে। মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে কোনও সমস্যা হলে হাসপাতালে বেড মিলবে তো? কার্যত এদিন সেই প্রশ্নেরই উত্তর দিল রাজ্যসরকার। আশ্বস্ত করল করোনা চিকিৎসার ক্ষেত্রে কোনও সমস্যা নেই।

রাজীব সিনহা জানান, রাজ্যসরকারের সব কোভিড হাসপাতালে যত বেড রয়েছে তার সবকটিতে অক্সিজেন দেওয়ার মত ব্যবস্থাও তৈরি রয়েছে। ফলে কোনও বেডে অক্সিজেনের অভাব হবে না। সে ব্যবস্থা সরকার করেছে। প্রসঙ্গত প্রশ্ন উঠছিল অক্সিজেনের ঘাটতি নিয়ে। দেশজুড়েই এই প্রশ্ন রয়েছে। রাজ্যে অক্সিজেনের কালোবাজারির অভিযোগও সামনে আসছে। এই পরিস্থিতিতে মুখ্যসচিবের এদিনের অক্সিজেন সম্পর্কিত ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।


মুখ্যসচিব এদিন রাজ্যে ক্রমশ বাড়তে থাকা দৈনিক নমুনা পরীক্ষার প্রসঙ্গও সামনে আনেন। তিনি জানান এখন রাজ্যে ৩৪ হাজারের ওপর নমুনা পরীক্ষা হচ্ছে। প্রতিদিনে হওয়া এই নমুনা পরীক্ষা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। রাজীব সিনহা আরও বলেন রাজ্যে এখন যে নমুনা পরীক্ষা হচ্ছে তাতে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর গাইডলাইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, হু বলেছে প্রতি মিলিয়নে অর্থাৎ প্রতি ১০ লক্ষে ১৪০ জনের নমুনা পরীক্ষা করতে হবে। সেখানে রাজ্যে সেই সংখ্যাটা ৩৭৭ জন।

রাজ্যে মানুষের সুস্থতার হার বেড়ে চলার কথাও উঠে আসে এদিন। টেলিমেডিসিনের মাধ্যমে বহু মানুষ উপকৃত হচ্ছেন বলেও জানান মুখ্যসচিব রাজীব সিনহা। জানান টেলিমেডিসিনের সুবিধা ২৪ ঘণ্টাই পাচ্ছেন মানুষজন। অন্যদিকে এদিন থেকে রাজ্যে চালু হল কোভিড পেসেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button