
কসবা এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হল ৫টি বোমা। মঙ্গলবার সকালে পুকুরে একটি নাইলনের ব্যাগ ভাসতে দেখেন স্থানীয় মানুষজন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ব্যাগটি উদ্ধার করে। দেখা যায় তার মধ্যে ৫টি তাজা বোমা রয়েছে। খবর ছড়াতে এলাকায় উত্তেজনা ছড়ায়। কারা এই বোমা ভর্তি ব্যাগ পুকুরে ভাসিয়ে দিয়ে গেল তার খোঁজ শুরু করেছে পুলিশ। এদিকে এলাকায় ক্রমশ দুষ্কৃতীদের দাপট বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।