
মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, সোমবার গভীর রাতে ভারতীয় যাদুঘরের সামনে ২ যুবক ও ২ তরুণীকে রাস্তায় বসে থাকতে দেখেন কলকাতা পুলিশের ২ কনস্টেবল। কাছে যেতে দেখা যায় ৪ জনই রাস্তায় বসে মদ্যপান করছে। বাধা দেয় পুলিশ। তাদের সেখান থেকে চলেও যেতে বলে। অভিযোগ, তখনই ২ যুবক কনস্টেবলদের ধাক্কা মারে। সঙ্গে চলে দেদার গালিগালাজ। এদের মধ্যে একজন এক কনস্টেবলের হাতের রাইফেল নিয়েও টানাটানি শুরু করে। এই অবস্থায় কনস্টেবলরা নিউ মার্কেট থানায় খবর দেন। থানা থেকে পুলিশ এসে চারজনকেই আটক করে। পরে চরণজিৎ সিং ও সঞ্জয় দত্ত নামে ২ যুবককে গ্রেফতার করে পুলিশ।